নিজস্ব প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০২৪

রিয়্যালিটি শো ‘পবিত্র কোরআনের আলো’র পুরস্কার বিতরণী

বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় কোরআনিক রিয়্যালিটি শো পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেটওয়াল সিরামিকের ১৭তম আসরের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৬তম আসরের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তারবিয়াহ ফাউন্ডেশন ও মাহিরস প্রোডাকশনের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ ও ক্বারী আতাউল্লাহ আল মামুন। আরো উপস্থিত ছিলেন বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক উল্লাহ আখন্দ, গ্রেটওয়াল সিরামিকের হেড অব সাপ্লাই চেইন মো. শাহিন আলম, আস সুন্নাহ ট্রাভেলসের সিইও শফিকুল ইসলাম, কুরআনের আলো প্রোগ্রামের ডিরেক্টর তোফায়েল সরকারসহ অনেকে।

অনুষ্ঠানে ১৬তম আসরের ১ম স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ হুযাইফার হাতে তুলে দেওয়া হয় সিজেডএম শিক্ষাবৃত্তিসহ ৩ লাখ ৪২ হাজার টাকার চেক, আস্ সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে ওমরাহ টিকিট, মূল্যবান বই ও ক্রেস্ট, ২য় স্থান অধিকারী হাফেজ ফয়যুল্লাহ সালমানের হাতে তুলে দেওয়া হয় সিজেডএম শিক্ষাবৃত্তিসহ ২ লাখ ৭২ হাজার টাকার চেক, আস্ সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে ওমরাহ টিকিট, মূল্যবান বই ও ক্রেস্ট।

৩য় স্থান অধিকারী হাফেজ আবরার যাওয়াদ পেয়েছেন সিজেডএম শিক্ষাবৃত্তিসহ ১ লাখ ২২ হাজার টাকার নগদ চেক ও আস্ সুন্নাহ ট্যাভেলসের সৌজন্য ওমরাহ টিকিট, মূল্যবান বই ও ক্রেস্ট। এছাড়াও বাকি সব প্রতিযোগী হাফেজদের দেওয়া হয় নগদ অর্থ ও মূল্যবান বই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close