রাঙামাটি প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০২৪

রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদ নেতাদের শ্রদ্ধা

রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও সদস্যরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো. শিবলী নোমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক ক্যও সিং মং, নাই উ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবিব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা, লুৎফুন্নেসা বেগমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close