নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির অনুরোধ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত রবিবার এই অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যেহেতু মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সে কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং তার ব্যাপারে অন্তত রেড অ্যালার্ট জারি করে, সে ব্যাপারে আমরা অনুরোধ পাঠিয়েছি।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে গতকাল দুটি আবেদন তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেনসহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাজুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এবং আপনাদের ক্যামেরায় ধরা পড়েছিল যে একজন তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে যখন তার সহকর্মী নিয়ে যাচ্ছিলেন, তখন সে স্বাভাবিক অবস্থায় বেঁচেছিল, তার পায়ে আঘাত ছিল সামান্য, সেই ছেলেটিকে কাছে গিয়ে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং লাশটিও নানাভাবে বিকৃত করে। সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি জাকির হোসেন। তিনি এখন পলাতক। জাকির হোসেনসহ আরো চারজন পুলিশ কর্মকর্তা, যারা যাত্রাবাড়ীর অ্যাট্রোসিটির (হত্যাযজ্ঞ) সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি- এ রকম চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন।’ চিফ প্রসিকিউটর আরো বলেন, হয়রানির শিকার হতে পারে ভেবে পুলিশ বাহিনী নানাভাবে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে। কোনো নির্দোষ পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হবে না বলে জানান তিনি। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া যাবে, তারা কেউ ছাড় পাবেন না বলেও জানান। দ্বিতীয় আবেদন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে।
"