মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলন
হিমেলের দুই চোখ অন্ধের ঘটনায় চারজন গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্যাডারদের ছররা গুলিতে হিমেল নামে এক যুবকের দুই চোখ অন্ধ হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ২টায় পৌরসদরের বাওয়ার কুমারজানি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার রাজাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন (৪৫), তরফপুর ইউনিয়নের নবু মিয়ার ছেলে মজনু সিকদার (৩৫), বহুরিয়া ইউনিয়নের বড় গবড়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মিজান (৩০) ও মির্জাপুর পৌরসদরের বাওয়ার কুমারজানি এলাকার কফিল উদ্দিনের ছেলে শামীম আল মামুন (৪৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় পৌরসদরের বাওয়ার কুমারজানি এলাকায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওই আন্দোলনে উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হিমেলও অংশ নেয়। আন্দোলন চলাকালে পুলিশ, আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা করে। এ সময় পুলিশ ও আ.লীগ নেতাদের ছররা গুলিতে হিমেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, হিমেলের দুই চোখ স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে।
এ ঘটনার পর হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ব্যাপারে মির্জাপুর থানা ওসি মো. মোশারফ হোসেন জানান, মামলার তদন্তে তাদের নাম উঠে আসায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
"