নিজস্ব প্রতিবেদক
চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি
সমবায় উপদেষ্টা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ২ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও পার্থক্য দূর করতে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি। গতকাল রবিবার সুইস দূতাবাসের অর্থায়নে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, সিডিআরসি ও পল্লী উন্নয়ন একাডেমি, আরডিএ আয়োজিত দি লাস্টিং ইমপ্যাক্ট অফ এম ফোর সি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসান আরিফ বলেন, পল্লী উন্নয়নের বিভিন্ন ক্ষুদ্র ঋণের যে প্রকল্পগুলো আছে তা অগ্রণি ভূমিকা পালন করতে পারে। চরের জন্য কোন বিশেষ ঋণ সুবিধা প্রদান করা বিশেষভাবে প্রয়োজন। তার জন্য কোন প্রকল্প যদি গ্রহণ করতে হয়, তাহলে আমি মন্ত্রণালয়কে অনুরোধ জানাব। তিনি আরো বলেন, অপ্রচলিত জলজ খাদ্যর প্রচার করা যেতে পারে। কাঁকড়া, ব্যাঙ, শামুক ইত্যাদি চাষবাদ করে বিদেশে রপ্তানি করে চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেংটো রেংলি।
"