নিজস্ব প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০২৪

অক্টোবরে পোশাক খাতে রপ্তানি বেড়েছে ২১ শতাংশ

নিটওয়্যার ও ওভেন পোশাক রপ্তানি বেড়ে যাওয়ায় গত অক্টোবরে দেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত অক্টোবরে রপ্তানি হয়েছে ৪১৩ কোটি ডলার যা গত বছর একই সময়ে ছিল ৩৪২ কোটি ডলার। অক্টোবরের রপ্তানি যোগ হয়ে জুলাই-অক্টোবর পর্যন্ত মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ১,৫৭৮ কোটি ডলার দাঁড়িয়েছে। এক বছর আগে এটি ছিল ১,৪২৪ কোটি ডলার। দেশের রপ্তানি আয়ের চার ভাগের তিন ভাগের বেশি আসে তৈরি পোশাক থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এই খাতে ১১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। গত অক্টোবরে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়ে ৩২৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।

রপ্তানি তথ্যে গরমিল, গণনা পদ্ধতি সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার : কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি তথ্যের গরমিলের বড় অঙ্ক সামনে আনার পর সরকার তথ্য গণনা পদ্ধতি সংশোধনের উদ্যোগ নিতে শুরু করেছে। যেন একই ধরনের গরমিলের আবার পুনরাবৃত্তি না হয়। এই প্রক্রিয়ার অংশ হিসাবে, তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত ও নীতিগুলো প্রমাণ-ভিত্তিক করতে চায় সরকার। এজন্য বিশ্ববাজারে বিক্রির রিয়েল-টাইম তথ্য প্রকাশে একটি প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গত ৮ জুলাই ঢাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) এক সভায় লাইভ ডেটা প্ল্যাটফর্ম চালু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ইপিবি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা অংশ নেন। গত ৩ জুলাই বুধবার কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি তথ্যের বড় ধরনের গরমিল সংশোধন করে। তারপর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রথম বৈঠক এটি। বাংলাদেশ ব্যাংকের সংশোধিত পরিসংখ্যান দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। অর্থনীতিবিদরা এটিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় ধাক্কা বলেও অভিহিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিলের প্রকৃত রপ্তানি ইপিবির প্রকাশিত তথ্যের চেয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close