যশোর প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২৪
ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে
পরিবেশ উপদেষ্টা
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়; এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া এই প্রকল্প অনুযায়ী কাজ হবে। তিনি বলেন, আমরা সেই পথে চলছি, যেটা জনগণ চায়, ভুক্তভোগীরা চায়। এখানে এসে বুঝেছি, এখনকার জনগণের সাহায্যের প্রয়োজন। বিভিন্ন সংস্থা যে ঋণ রয়েছে; সেটা শিথিল করা হবে। আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এই সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তাহলে আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন