মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা পরিষদ
নিজেকে জয়ী দাবি করে নির্বাচনের ফলাফল বাতিল চান পরাজিত প্রার্থী
মানিকগঞ্জে ২০২২ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনকে চেয়ারম্যান পদে দলীয় প্রভাব ও প্রশাসনের যোগসাজশে জয়ী ঘোষণা করা হয়েছে। এই অভিযোগ ওই ফলাফল বাতিলের চেয়েছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থীকে এম বজলুল হক খান।
একই সঙ্গে নিজেকের জয়ী বলে দাবি করেছেন বজলুল খান। তবে ঘোষিত ফলাফল অবৈধ দাবি করে আদালতে করা মামলার রায়ে যা আসবে, সেটা তিনি মেনে নেবেন বলে জানান।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বজলুল হক খান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সাবেক জেল সুপার মো. হেলাল উদ্দিন, মৌহালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. শফিউর রহমান ও আবদুর রশিদসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনজীবী বজলুল খান বলেন, ‘২০২২ সালে মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন আমার প্রতিপক্ষ ছিলেন।
"