নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৪
পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং সংস্থাটির দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। দুদকের একটি সূত্র গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারা পদত্যাগপত্র রেখে দুপুর আড়াইটায় দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে মোবাইল ফোনে মঈনউদ্দীন আবদুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন