কক্সবাজার প্রতিনিধি
ছাত্র গণঅভ্যুত্থান
গুম ও খুনের বিচার চাই
ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামিক বক্তা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা খুন হয়েছেন তাদের জীবননাশের সঙ্গে জড়িতদের বিচার চাই। খুন হওয়া, গুম হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ। এ অপরাধের ক্ষামা হয় না। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সর্বশেষ হিসাব মতে, ৭৫২ জন শহীদ হয়েছেন। যদিও শহীদের হিসাব ১ হাজারের বেশি হবে। এদের পরিচয় শনাক্ত করা হবে। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, জেলা নেজামে ইসলাম পার্টির আমির ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, শিক্ষাবিদ শফিকুল হক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এস এম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাশদিদ উর রেজা প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সাবজারের (জেইউসি) সভাপতি জি এ এম আশেক উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের কক্সবাজার ব্যুরো প্রধান আনছার হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শামসুল হক শারেক। মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
"