উখিয়া প্রতিনিধি
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার র্যাব। মঙ্গলবার রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন কুতুপালং ক্যাম্পের ডি-ব¬কের ডব্লিউ ২-ক্যাম্প এর মৃত আবুল হাফেজের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪২)। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,র্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে একটি দোকানের সামনে কয়েকজন ব্যক্তি বিক্রয়ের উদ্দেশে মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। রাত দেড়টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইউসুফ নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ হতে ৩১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ইউসুফ মিয়ানমারের নাগরিক। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করত। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
"