প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০২৪

সাংবাদিকসহ সড়কে নিহত ৬

চট্টগ্রামের বাঁশখালী, জামালপুরের মেলান্দহ, গাজীপুরের কালিয়াকৈর, যশোরের বেনাপোল ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ ৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহন করা লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের সাধনপুর ইউপির বানীগ্রাম দমদমার (নতুন দিঘী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালীর কালমারচড়ার উত্তরনরবিনা ভাঙারমুখ বড়ুয়াপাড়ার মালয়েশিয়াপ্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩) ও মহেশখালী হোয়ানক কেরুনতলী নয়াপাড়ার ওয়াসিফ রায়হান (২০)। এ বিষয়ে রামদাসহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. শাখাওয়াত হোসনের সঙ্গে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

জামালপুর : মেলান্দহে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় কোরবান আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার খানপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাংবাদিক কোরবান আলী দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেস ক্লাবের সহসভাপতি। তিনি মেলান্দহ উপজেলার বীর হাতিজা এলাকার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুন নাহার বলেন, ‘বুধবার দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিছুক্ষণ পরই তিনি মারা যান।’ মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে মেয়েকে নিরাপদে সড়ক পারাপার করে দিতে পারলেও নিজে পার হতে পারেননি। ঘাতক বাসের চাপায় প্রাণ হারান বাবা শহিদুল ইসলাম। গত মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে উপজেলার সূত্রাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর এলাকার জাফর হোসেনের ছেলে। নাওজোড় হাইওয়ে থানার ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ওই ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে নিহতের লাশ তার স্বজনরা উদ্ধার করে তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গোগা সড়কের সাতমাইল তেঁতুলতলায় এ ঘটনা ঘটে বলে জানান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম। নিহত হোসেন আলী উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল তেঁতুলতলা কলোনি গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানের চালক।

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অটোভ্যানের চারায় আবু বকর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আবু বকর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মৃতু আশাদুল ইসলামের ছেলে। মঙ্গলবার শিশুটি একাই আসাদুলের বাড়ির সামনে রাখা ভ্যান নিয়ে খেলতে গিয়ে এমন ঘটনা ঘটে। আবু বকর ভ্যান চালাতে চেষ্টা করলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close