জবি প্রতিনিধি
এবার প্রকাশ্যে জবি শিবির সভাপতি-সেক্রেটারি
সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর এবার প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম। সভাপতি ইকবাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি আসাদুল ইসলাম ১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে থাকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ জবিয়ান্স থেকে তাদের নাম প্রকাশ করে পোস্ট দেওয়া হয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক প্রতিবাদলিপি দেন। সেখানে সভাপতি হিসেবে ইকবাল হোসেন ও সেক্রেটারি হিসেবে আসাদুল ইসলামের নাম উল্লেখ করা হয়।
এ ছাড়া প্রচার সম্পাদক ইব্রাহিম আলির পরিচয়ও জানা যায়। তবে তিনি কোন বিভাগের সেই বিষয়ে কিছু জানা যায়নি।
"