চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
হাতে হাতে সাফ ডাকাতিয়া খাল
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিস্তৃর্ণ প্রবামান ডাকাতিয়া নদীর কুচুরিপানা ও জঞ্জাল অপসারণ করেছেন ৯ নম্বর কনকাপৈত ইউনিয়নের একটি উন্নয়ন ফোরাম।
গতকাল শনিবার মরকটা সেতু নামকস্থানে পানির প্রবাহ ঠিক রাখতে এই স্বেচ্ছাশ্রমে অংশ গ্রহণ করেন উন্নয়ন ফোরামের প্রায় দুইশতাধিক স্বেচ্ছাসেবী। এ কার্যক্রমের উদ্বোধন করেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।
এতে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ব্যবসায়ী নাসির উদ্দিন, শাহ আলম মজুমদার, মনির হোসেন, প্রবাসী ইমাম হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা ফুয়াদ বিন মোস্তফা, নুরুল আলম, ফারহান মজুমদার, সমন্বয়ক হোসাইন মামুনসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত স্বেচ্ছাসেবীবৃন্দ।
কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বলেন, ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ইউনিয়ন বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্য ডাকাতিয়া নদীর কুচুরিপেনা ও বর্জ্য অপসারণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মরকটা সেতু এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সম্পূর্ণ বর্জ্য অপসারণ পর্যন্ত এ কর্মসূচি চলমান অব্যাহত থাকবে। ডাকাতিয়ার বিভিন্ন স্থানে যেভাবে দীর্ঘদিন ধরে বর্জ্য জমাট বেঁধে রয়েছে, এগুলো অপসারণ করতে কমপক্ষে একসপ্তাহ সময় লাগবে। তিনি আরো জানান, উন্নয়ন ফোরামের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করছে। বর্জ্যগুলো অপসারিত হলে ডাকাতিয়া নদীর স্বাভাবিক পানি প্রবাহ চালুর পাশাপাশি ইউনিয়নে সাতাশটি গ্রাম সহ আশেপাশের হাজার হাজার কৃষক বেশ উপকৃত হবে।
"