মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২৪

মনোহরদী

বিয়ের ৩ মাসে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে বিয়ের তিন মাসের মাথায় রাহিমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি আত্মহত্যা বলে দাবি করছেন রাহিমা স্বামীর স্বজনেরা।

গতকাল শনিবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চকমাধবদী এলাকার স্বামীর বাড়ি থেকে রাহিমার লাশ উদ্ধার করা হয়। রাহিমা আক্তার ওই গ্রামের সিএনজি চালক মাহবুবুর রহমানের স্ত্রী এবং পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সনমানিয়া গাবতলী গ্রামের হিরন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় মাস প্রেমের সম্পর্কের ছিল মাহবুব এবং রাহিমার। তিনমাস আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল তাদের দাম্পত্য জীবন। শনিবার সকালে রান্না করার সময় সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায়। এ সময় স্বামীকে দ্রুত গ্যাস আনতে বলে রাহিমা। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বামী মাহবুব গ্যাস আনতে মনোহরদী বাসস্ট্যান্ডে আসে। পরে মাহবুব বাড়িতে গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ পেয়ে ডাকাডাকি করে। দীর্ঘক্ষণ সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা কেটে ঘরে ঢুকে রাহিমাকে ঝুলতে দেখেন স্বজনরা। সংবাদ পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে রাহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close