নিজস্ব প্রতিবেদক

  ০৯ অক্টোবর, ২০২৪

‘ভূমিসেবা নিশ্চিতে কর্মীদের কাজে লাগাতে হবে’

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ তৃণমূল মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত ভূমিসেবা পৌঁছে দিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মীদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘এতে করে সাধারণ মানুষের মধ্যে ভূমি নামজারি, ভূমি কর পরিশোধ ও হোল্ডিং নম্বর প্রাপ্তির ভয়ভীতি ও সংশয় দূর হবে’। গতকাল মঙ্গলবার ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি স্বয়ংক্রিয় ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) এবং ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনাবিষয়ক পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, ভূমি সেবা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনপদের মানুষের মধ্যে অসন্তোষ ও হতাশা রয়েছে এবং সরকারের চলমান আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়েও জনগণের জানার সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ভূমি সেবার জন্য ভূমি ভবনের কল সেন্টারে ফোন করে থাকেন। তিনি তাদের নাম, পেশা, অঞ্চল, কাঙ্ক্ষিত সেবার ধরন নিয়ে গবেষণা ও অ্যানালাইসিস করার পরামর্শ দেন। এতে করে ভূমি পরিসেবা কাজ সঠিকভাবে পরিচালনা ও সেবার মানোন্নয়ন ঘটানো সহজ হবে। উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশে জমি কিনে বাড়ি ঘর নির্মাণ করেন।

তাদের জায়গা-জমি প্রায়ই মামলাবাজরা দখল করে হয়রানি করে থাকে। তিনি প্রবাসীদের ভূমি সেবাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তাদানের নির্দেশনা দিয়ে বলেন, একটি শ্রেণি রাষ্ট্রীয় সম্পত্তি দখলের জন্য ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করে।

কিন্তু মামলার নোটিস মন্ত্রণালয় যথাসময়ে না পাওয়ায় সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদা সজাগ থাকতে হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, মো. এমদাদুল হক চৌধুরী ও মাইসফ্ট হেভেন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাখ্খারুল ইসলাম। এর আগে নবনিযুক্ত ভূমি সিনিয়র সচিব সালেহ আহমেদ ভূমি ভবনে স্থাপিত ভূমি নাগরিক সেবাকেন্দ্র ও কল সেন্টার পরিদর্শন করেন এবং ভূমি-সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি কেন্দ্রের কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও সমস্যাবলি নিয়ে কথা বলেন এবং হয়রানিমুক্ত ভূমি সেবা ও কাজের গুণগতমান বজায় রাখার পরামর্শ দেন। তিনি ভূমিসেবায় সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালায়ও যোগদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close