বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বিএনপি নেতার পূজামণ্ডপ পরিদর্শন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন টিম গঠন করে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বান্দরবান জেলা সদরের রাজামাঠে বৃহৎ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম।
এ সময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজেস্বর দাশ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা।
এ সময় তারা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপের জন্য বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। গঠন করা হয়েছে সমন্বয়ক টিম। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলায় সমন্বয় টিমের পাশাপাশি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। দুর্গাপূজাকে উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য বিএনপির নেতাকর্মীরা মণ্ডপে মণ্ডপে এসব টিম দায়িত্ব পালন করছেন। তারা আরো জানান, বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
"