নিজস্ব প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০২৪

বাধা দিলেই মামলা হামলা ও হয়রানি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারের কাঞ্চন, নোয়াপাড়া, দিঘলিয়া ও কেষাব মৌজায় কৃষকের ২০০ থেকে ৩০০ বিঘা জমি জবরদখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে ইউএস-বাংলা গ্রুপের আমেরিকান সিটির বিরুদ্ধে। এসব জমির সিংহভাগ ক্রয় না করেই মসজিদের জায়গা এবং সরকারি হালটে বালু ভরাট করা হচ্ছে। এ ভূমিখেকোদের ভাড়াটে সন্ত্রাসীরা জমি মালিকদের বাড়িঘরে হামলা করছে। কেটে নিচ্ছে গাছ। মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি। মানববন্ধনে এসব কথা বলেছেন ভুক্তভোগীরা। তবে আমেরিকান সিটি গ্রুপের পক্ষে থেকে দাবি করা হয়েছে, এলাকার লোকজন অস্ত্রসজ্জিত হয়ে তাদের লোকেদের ওপর আক্রমণ করে বেশ কয়েকজনকে আহত করেছে।

স্থানীয় একাধিক কৃষক বলেন, জমি দখলের বিরুদ্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন করেও কোনো সুফল মিলছে না। শত শত বিঘা জমি জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাটের কারণে বিপাকে পড়েছেন তারা। বালু ভরাটকে কেন্দ্র করে যেকোনো সময়ই ভূমিখেকো চক্ররে সঙ্গে স্থানীয় কৃষকের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করছেন এলাকাবাসী। স্থানীয় ভুক্তভোগী কৃষক নোয়াগাঁও এলাকার বিল্লাল হোসেন বলেন, ‘আমার তিনটি দাগে ২৯.৩০ শতক জমি, আমানউল্লাহর ১৭ , জুলহাশের ২ বিঘা ১৩ শতক, আবদস সাত্তারের ১ বিঘা ১৮ শতক, বেলায়েত হোসেনের ১৩ শতক জমি দখল করেছে আমেরিকান সিটি। বান্টি এলাকার দেলোয়ার ও মান্নানের ছেলে আরিফ জানান, তারা খুব আতঙ্কে আছেন। একদিক দিয়ে কৃষি জমি বালু ভরাট করতে করতে তাদের বাড়ি পর্যন্ত এসে পড়েছে। এছাড়া সোনারগাঁয়ের কাহিনা মৌজার এসএ দাগ ৮, আরএস ২২ দাগে ৩৫ শতক জমি ভুয়া দাতা সাজিয়ে দখল এবং তাদের নামে নামজারি করেছে আমেরিকান সিটি।

২০০৯ সালে একেবারে দেশে ফিরে আসেন আবদুল্লাহ আল মামুন। ২০০৩ সাল থেকে পূর্বাচলে জমি কেনেন। সেটাই হলো ইউএস-বাংলা অ্যাসেটসের পূর্বাচল আমেরিকান সিটি। ২০০৯ সালে এটাকে আবাসিক প্লট হিসেবে জমি কেনাবেচা শুরু করেন। এদিকে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে বান্টির এলাকার লোকজন ইউএস-বাংলা কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেছেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, জমি না কিনেই আমেরিকান সিটি বালু ভরাট করে নিরীহ মানুষের জমি দখলে নিচ্ছে। এতে স্থানীয় ইউপি সদস্য আবদুল গণি ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কৃষক আবদুল খালেক, মঞ্জুর হোসেন, আরিফ মোল্লা, শরীফ সরকার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ফাইজুল মোল্লা ও বাচ্চু মিয়াসহ অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলার কাঞ্চন পৌরসভা, গোলাকান্দাইল ও ভোলাব ইউনিয়নের ভালুকাবো, কেশরাবো, দীঘলিয়া, নোয়াগাঁও, ছোট নওপাড়া মৌজাসহ আশপাশের এলাকার কৃষি ও তিন ফসলি জমি জোরপূর্বক বালু ভরাট করছে আবাসন প্রকল্প আমেরিকান সিটি। একদিকে বালু ভরাট; অন্যদিকে ড্রেজারের নির্গত পানিতে তলিয়ে যাচ্ছে আশপাশের এলাকা। তাতে কৃষকের দুর্ভোগ বেড়েই চলছে। আর প্রতিবাদ করলেই তাদের হামলা-মামলার শিকার হতে হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close