প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০২৪

কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

রবিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সোমবার একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বর্ধিত পাঁচ দিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরপশ্চিমাঞ্চল হতে বিদায় নিতে পারে। এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ময়মনসিংহ বিভাগের কংস, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও পুরাতন ব্রহ্মপুত্রের পানি সমতলে বাড়ছে। অপরদিকে, ভুগাই নদীর পানি স্থিতিশীল আছে। অপরদিকে, শেরপুর জেলার ভুগাই নদী ও নকুয়াগাও এবং জামালপুর জেলার সিসিরাম নদী ও জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে আগামী তিন দিন ময়মনসিংহ ও তৎসংলগ্ন উজানে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ভুগাই নদীর পানি ধীরগতিতে কমছে। শেরপুর এবং ময়মনসিংহ জেলার ভুগাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে জামালপুর জেলার জিঞ্জিরাম অববাহিকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার কংস নদ ও সোমেশ্বরী নদী সমতলে বিপৎসীমা অতিক্রম কওে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারার পানি সমতল ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে। পরে নদী দুটির পানি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে, সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়ছে, মনু নদীর পানি কমছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close