নিজস্ব প্রতিবেদক

  ০৭ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রে নির্বাচন

কমলা হ্যারিসকে জয়যুক্ত করার আহ্বান এম এ জলিলের

বিশ্বের সেরা, মানবতাবাদী, মানবিক ও গণতান্ত্রিক আইনের শাসনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমেরিকার প্রবাসী তৃতীয় বিশ্বের ভোটারদের ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম আর্কেডে এ সভায় সভাপতিত্ব করেন এ পার্টির সভাপতি এম এ জলিল।

এতে বক্তব্য দেন কমলা হ্যারিস সাপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ ভাসানী, রাজনীতিবিদ তালেবুর রহমান, দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক মো. গনি মিয়া, কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহসভাপতি ফাতেমা খাতুন, জাসদ শাজাহান সিরাজের সহসভাপতি মো. আবদুল জব্বার, জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন।

সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, বিশ্বের অসহায় মানুষের আস্থার স্থল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমেরিকার প্রবাসী ভোটারদের কাছে জোর আহ্বান জানাই তৃতীয় বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষ থেকে। নেতারা বলেন, কমলা হ্যারিস যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বিশ্বের অসহায় নির্যাতিত-নিপীড়িত নারীদের অধিকার বাস্তবায়ন হবে এবং ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বন্ধ হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ও গণতান্ত্রিক বিশ্বের ঐক্যের মাধ্যমে তৃতীয় বিশ্বের অসহায় মানুষদের কল্যাণের পক্ষে কাজ করবে। যুক্তরাষ্ট্রে প্রবাসী অশে^তাঙ্গরা সমান মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে পারবে। বক্তারা এই আশা ব্যক্ত করে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close