অনলাইন ডেস্ক
০১ অক্টোবর, ২০২৪
শোক সংবাদ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের স্বর্গীয় মাষ্টার সুকুমার দেব নাথের সহ ধর্মিনী শান্তি প্রভা দেবী বাধ্যর্কজনিত কারনে বিগত ১২ ই সেপ্টেম্বর ২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ .৩০ মিনিটে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা স্নিগন্ধা দেব নাথ ও নাতিদ্বয় জ্যোতির্ময় দেব নাথ এবং তন্ময় দেব নাথকে রেখে যান। ২২ /৯/২৪ রোববার শাস্ত্রীয় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে তার পারলৌকিক শ্রাদ্ধক্রিয়াদি সম্পন্ন হয়।
শোকাহত গুণগ্রাহী জামাতা
তাপস দেব নাথ
সাং- সুরমা, তেলিয়াপাড়া
মাধবপুর, হবিগঞ্জ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন