নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী অপহরণের চেষ্টা থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. আলাউদ্দিন মোল্লা (৪৬) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টায় আটি ওয়াবদা কলোনি এলাকায় নিমাইয়ের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ওই ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, শনিবার রাত ৯টার দিকে চিটাগাংরোড বাসস্ট্যান্ড থেকে ওয়াপদা কলোনি বৌ বাজার এলাকায় নিজ বাসায় ফিরছিলেন মো. আলাউদ্দিন মোল্লা। এ সময় আটি ওয়াপদা কলোনী নিমাইয়ের বাড়ির মোড় পাকা রাস্তার ওপর পৌছাইলে অজ্ঞাত ৭-৮ জন দুর্বৃত্ত তার পথরোধ করে টেনে হিচড়ে একটি কালো রংয়ের হাইএক্স গাড়ির ভেতর উঠানোর চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। পরে তারা ভবিষ্যতে তাকে আবারও অপহরণ করে লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর থেকে ভুক্তভোগী আলাউদ্দিন ভয়ে অসুস্থ হয়ে পড়েন।

তার স্ত্রী মৌসুমি আক্তার জানান, ‘তাদের একটি জমি নিয়ে স্থানীয় সাত্তার মোল্লা (৬২) নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল। এনিয়ে আদালতে মামলা চলমান। এ অবস্থায় ২৩ সেপ্টেম্বর সাত্তার মোল্লার ছেলে বিএনপির ছত্রছায়ায় থাকা যুবলীগের ক্যাডার সুমন ও তার ভাই চিহ্নিত অপরাধী মাসুদ, অপর ভাই রাসেলসহ বিএনপির মিলন ও অজ্ঞাত অনেক সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।’

‘একপর্যায়ে তারা হামলা চালিয়ে তাকে মারধর করে বাড়ি ভাঙচুর করে ঘরে থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা, ৭ ভরি বিভিন্ন স্বর্ণালংকার ও ঘরে থাকা ২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।’

এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। মৌসুমির ধারণা এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার স্বামী আলাউদ্দিনকে অপহরণ করে তাকে মেরে লাশ গুম করার চেষ্টা চালিয়েছে।

তিনি আরো বলেন, থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখন পর্যন্ত (রবিবার দুপুর) কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কোনো খোঁজখবরও নেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close