সুনামগঞ্জ প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

পানিতে ডুবে ২ শিশু ও বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু এবং বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। গতকাল

শনিবার উপজেলার খরচার হাওরে এবং মুক্তিখলা গ্রামে এসব ঘটনা ঘটে বলে জানান বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুর রহমান।

পানিতে ডুবে নিহতরা হলো উপজেলার রাধানগর গ্রামের ফজলুল হকের ছেলে ইউনুস মিয়া (৮) এবং তার ফুফাতো ভাই শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন (৭)। বজ্রপাতে নিহত এমদাদুল হক (৪৫) উপজেলার মুক্তিখলা গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে ইউনুস ও আরাফাত বাড়ির সামনের খরচার হাওরে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা হাওরে তল্লাশির এক পর্যায়ে দুজনের মৃতদেহ উদ্ধার করেন। এদিকে দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে জমিতে কাজ করছিলেন এমদাদুলসহ চারজন।

এ সময় বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এমদাদুল। পরে তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমন চন্দ্র বর্মন বলেন, ‘এমদাদুলকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোনো পালস পাইনি। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ ইউএনও মফিজুর রহমান বলেন, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close