নিজস্ব প্রতিবেদক

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

রানি এলিজাবেথ ছিলেন মানবতার সাধিকা : এম এ জলিল

বিশ্বের সেরা গণতান্ত্রিক আইনের শাসনের মানবিক দেশ ব্রিটেন। এ দেশের রাণীর সিংহাসনে ৭০ বছর আসিন ছিলেন এলিজাবেথ দ্বিতীয়। রাণীর এলিজাবেথ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভা করেছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে দারুস সালাম আর্কেড মেঘনায় এ আলোচনা হয়। এতে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। বক্তব্য দেন রাজনীতিবিদ তালেবুর রহমান, সাংবাদিক মো. গনি মিয়া, প্রকৌশলী শামসুল হক, কবি ও নারী নেত্রী এলিজা রহমান, ফাতেমা খাতুন, মো. আবদুল জব্বার, সমীর রঞ্জন দাস ও কামাল হোসেন। বক্তারা বলেন, রানি এলিজাবেথ ছিলেন ছিলেন মানবতা ও মনুষ্যত্বে সাধিকা।

এম এ জলিল বলেন, ব্রিটেনের রাণী এলিজাবেথ দ্বিতীয় ছিলেন মানবতাবাদী নারী। যুক্তরাজ্যের রাজদণ্ড ৭০ বছর তার হতে ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ও মুক্তিযুদ্ধে বিবিসির খবর শুনে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। মহান গণতান্ত্রিক ব্রিটেনের সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে। প্রবাসী মুজিবনগর সরকারকে অর্থনৈতিকত সাহায্য দিয়েছে। লন্ডন শহর ছিল মুক্তিযুদ্ধের প্রেরণার কেন্দ্র। এ জন্যই আমরা ব্রিটেনের রাণীকে স্মরণ করি। আমরা তাই এ মহীয়ষী রাণির গণতান্ত্রিক মানবিক কাজগুলো অনুসরণ করি এবং রাণীর ব্রিটেনের নেতৃত্বে বিশ্বের গণতান্ত্রিক মানবিক দেশগুলোর ঐক্য চাই। এ ঐক্যের জোরে ৩য় বিশ্বের সাধারণ মানুষগুলোর মুক্তির জন্য কাজ করি। সাম্প্রদায়িকতা মুক্ত শান্তির বিশ্ব নির্মাণ করি। ব্রিটেনের সংবিধান লিখিত নয়। এটা ট্রেডিশন (রীতি-রেওয়াজ) দ্বারা পরিচালিত হয়। আমরা আজ পর্যন্ত এই ব্রিটেনকে অনুসরণ করতে পারি নাই। শুধুমাত্র নিজের ক্ষমতাকেই ধারণ করেছি। মানুষের সাথে অন্যায় কাজ করছি। মানুষকে নির্যাতন করছি। আসুন আমরা ব্রিটেনের গণতান্ত্রিক আইনের শাসনের চেতনা ধারণ করি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close