সাইফুর রহিম শাহীন, কক্সবাজার
পরিবহন খাতে শৃঙ্খলা
কক্সবাজারে অনলাইন বাস টার্মিনাল চালু
কক্সবাজারে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে অনলাইন বাস টার্মিনাল। এই সেবার আওতায় ট্রাফিক অব্যবস্থাপনা রোধ এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আধুনিক বাস ব্যবস্থপনার উদ্যোগ হিসেবে পর্যটকসহ যাত্রীদের জন্য এ সেবা চালু করেছে কক্সবাজার জেলার ট্রাফিক বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট মোড়ে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই অনলাইন বাস টার্মিনাল সার্ভিস সেবা উদ্বোধন করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ফিতা কেটে এ অনলাইন বাস টার্মিনাল সেবা উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু মানুষের সমাগম ঘটে। দেশের অন্তত ৪০টিরও বেশি জেলার সঙ্গে কক্সবাজারের বাস যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কক্সবাজারের সঙ্গে রাজধানীসহ দেশের নানা প্রান্তে ৯০টির অধিক পরিবহন কোম্পানির প্রায় ৮ শতাধিক বাস প্রতিদিন যাতায়াত করে।
কিন্তু জেলা শহরের বাস টার্মিনালে বাস পার্কিংয়ের ধারণক্ষমতা মাত্র ৭০টির মতো। আর বাস সার্ভিসগুলোর নিজস্ব কাউন্টার রয়েছে ২৫টির মতো। এতে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামা, যানজট, ট্রাফিক অব্যবস্থাপনা, যাত্রী ও পর্যটকদের ভোগান্তির চিত্র দেখা যায়।
মূলত জেলার পরিবহন খাত ও ট্রাফিক বিভাগে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের এ উদ্যোগ বলে মন্তব্য করে তিনি বলেন, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পর্যটন নগরীতে বাস পরিবহন সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘ডিজিটাল বাস ব্যবস্থাপনার’ উদ্যোগ নেওয়া হয়েছে। এসপি জানান, অনলাইন বাস টার্মিনাল নামের এই ওয়েব ঠিকানা ব্যবহার করে পর্যটকসহ যেকোনো যাত্রী দেশের যেকোনো প্রান্ত থেকে নিজের পছন্দমতো টিকিট সংগ্রহ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
পাশাপাশি বাসের ফিটনেসসহ চালকদের তদারকি এবং মালিকদের জবাবদিহি নিশ্চিত করে যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবহন শ্রমিক নেতা খোরশেদ আলম শামীম, গ্রীন লাইন পরিবহন সার্ভিসের ইনচার্জ সুলতান আহমদ, পরিবহন সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল আলম প্রমুখ।
"