নিজস্ব প্রতিবেদক
তফাজ্জলের হত্যাকারীদের ফাঁসির দাবি
- এম এ জলিল
বাবা-মা, ভাই-বোনকে হারিয়ে অসহায় ও মানসিক প্রতিবন্ধী যুবক তফাজ্জল হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নির্যাতন করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার বিচারের দাবিতে বরিশাল বিভাগ সমিতি এক আলোচনা সভার আয়োজন করেছে। সে ছিল বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। গত বুধবার বিকেলে রাজধানী ঢাকার পল্টনে দারুস সালাম আর্কেড মেঘনায় এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল। বক্তব্য দেন সাংবাদিক মো. গনি মিয়া, শেখ বাদশা উদ্দিন মিন্টু, তালেবুর রহমান, মানবতাবাদী কবি ও লেখক নারীনেত্রী এলিজা রহমান, বরিশাল বিভাগ সমিতির সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন মনি, মুকিম হক ও আনাচ মাহমুদ।
এম এ জলিল বলেন, ১৯২১ সালে মহান নেতা শেরে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিক্ষিত মানবিক দেশদরদী মানুষ সৃষ্টি করার জন্য। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও তারই নামে ফজলুল হক হলের দুর্বৃত্তরা শেরে বাংলার এলাকার যুবক তফাজ্জল হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করে ন্যায়বিচারের উদাহরণ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার এবং আদালতের কাছে দাবি জানাই।
অন্য বক্তারা বলেন, একটি ছেলে চোর হতে পারে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্ত ছেলেরা নির্যাতন করে মেরে ফেলবে তা মেনে নেওয়া যায় না। আমরা আজকের এ সভা থেকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শেরে বাংলার আদর্শের স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের কোনো স্থান নাই। আগামীতে এ বিশ্ববিদ্যালয় যেন আর কোনো অন্যায় কাজ না হয় তার আহ্বান জানিয়ে ঘাতকদের ফাঁসির দাবি জানাই। সভা শেষে তফাজ্জলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন তালেবুর রহমান।
"