প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২৪

নবীগঞ্জ সিংগাইর ও ধামইরহাটে সড়কে নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জ, মানিকগঞ্জের সিংগাইর ও নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল ও বুধবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন শিক্ষার্থীসহ আরো তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জ আন্তঃসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত ও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। নিহত রাজন মিয়া (২০) নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে ও আহত আজিজুর রহমান (১৭) একই গ্রামের সায়েব আলীর পুত্র। গত বুধবার রাত ১২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের আক্রমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুক আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজন মিয়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপর কিশোর আজিজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে হ্যালোবাইক (ব্যাটারিচালিত তিন চাকার যান), ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আরিফ হোসেন (২৪) নামের একজন নিহত ও চালক সোহেল রানা (২৫) গুরুতর আহত হয়েছেন। গত বুধবার দুপুর ২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী কবরস্থানসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামের নুরুল হকের ছেলে। আহত সোহেল রানা একই এলাকার মৃত ফজল হকের ছেলে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ভটভটি ও সাইকেল সংঘর্ষে চালক সুজন (২২) নিহত ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নানাইচ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন ভটভটির মালিক বাদশা হোসেনের ছেলে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার এলাকায়। ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close