পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

পাবনার সাঁথিয়া

চালককে গলা কেটে হত্যা অটোভ্যান নিল দুর্বৃত্তরা

পাবনার সাঁথিয়া উপজেলায় সাইফুল ইসলাম (৫৫) নামের এক অটোভ্যানচালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরের দিকে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে পুলিশ। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

ভ্যানচালক সাইফুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাই করতে তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছেন আতাইকুলা থানা-পুলিশ। এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা সদর থানার এএসপি সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আতাইকুলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই-ভায়নাপাড়া সড়কের ধানখেতের পাশে কৃষকেরা মাঠে গেলে গলা কাটা লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সাইফুলের মরদেহ দেখি। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close