সালাহউদ্দিন শুভ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

কমলগঞ্জে নিজ খরচে দুই বিদ্যালয়ে শিক্ষাউপকরণ দিলেন ইউএনও

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। গতকাল বুধবার উপজেলার পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর ইউনিয়নের কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন, টিফিন, শুকনো খাবার, খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তিনি। গত বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দের শতাধিক শিক্ষার্থী ও কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে নিজ অর্থায়নে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে আছে খাতা, কলম, রুলার ও পেন্সিল, টিফিনবক্স, শুকনো খাবার, ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্যারামবোড। এ সময় স্কুলগুলোর আঙ্গীনায় বিভিন্ন ফলজ গাছ রোপন করেন ইউএনও জয়নাল আবেদীন।

কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিতু। তার বাবা বদরুল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমার মেয়ে নিয়মিত স্কুলে যাওয়া আসা করে। পড়াশোনায়ও খুব ভালো। কমলগঞ্জ ইউএনও আমার মেয়েকে টিফিনবক্স, খাতা, কলম, খাবার ও খেলার কিছু সামগ্রী দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close