নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রশ্নপত্র ফাঁসে ১০ জনের সাজা
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ৭ বছর আগের ঘটনায় ঢাকার শাহবাগ থানার মামলায় বিভিন্ন মেয়াদে ১০ জনের সাজা হয়েছে। এ মামলায় ১১৪ জন বেকসুর খালাস পেয়েছেন। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ রায় দেন। আদালত সাতজনকে চার বছর করে এবং তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে বলে এ তথ্য দিয়েছেন পেশকার শিশির হালদার। তবে সাজাপ্রাপ্তদের নাম বলতে পারেননি শিশির হালদার। সাজাপ্রাপ্তরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন তিনি।
২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন