গাজীপুর প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষমতার বাহাদুরীতে পুলিশিং হয় না

- জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, আবারও প্রমাণ হলো- লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, ডান্ডা মেরে, ক্ষমতার বাহাদুরী দিয়ে পুলিশিং হয় না। পুলিশের ওপর জনগণের আস্থা থাকতে হবে। তিনি গতকাল রবিবার দুপুরে জিএমপি সদর দপ্তরের গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, পুলিশ জনগণের জন্য পুলিশিং করে। জনগণের আস্থা যদি পুলিশের ওপর না থাকে, তাহলে পুলিশ পুলিশিং করতে পারে না। এটা আবারও প্রমাণ হলো। এবার পুলিশ হারে হারে বুঝেছে- পুলিশের ওপর জনগণের আস্থা থাকতে হবে। ওই জায়গাটা থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম। এটা আমাদের ভুল লিডারশিপের কারণে হয়েছিল। রাষ্ট্রের সঙ্গে যেমন একটা দল একাকার হয়ে গিয়েছিল। তেমনি পুলিশও একটি দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল।

যার কারণে স্বাভাবিক কারণে জনগণ থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম।

তিনি বলেন, আমাদের নতুন নেতৃত্বে আমরা আবার ঘুঁরে দাঁড়িয়েছি। আমাদের একজন পুলিশ কনস্টেবলও উপলব্দি করতে পেরেছে পুলিশ কোনো দলীয় বাহিনী হবে না। আমরা এ দেশের মানুষের সঙ্গে কাজ করব, তাদের জন্য কাজ করব। এ জায়গায় আমাদের ব্যাক করা (ফেরত যাওয়া) ছাড়া, আষ্টে-পৃষ্টে হৃদয়ে ধারণ করা ছাড়া কোনো গত্যান্তর নেই। এ কাজটা আমরা নিষ্ঠার সঙ্গে করব।

জিএমপির সব পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, আমরা লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, মুকুল কুমার মল্লিক, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি রেজাউল বারী বাবুল, আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, সময় টিভির গাজীপুর প্রতিনিধি রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি পলাশ প্রধান, এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবীর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close