প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

মিয়ানমার পরিস্থিতি

রাখাইনে জান্তার নৌঘাঁটি দখলে নিল আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত জান্তা বাহিনীর একটি নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি (এএ)। গত শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছে আরাকান আর্মি। খবর ইরাবতী অনলাইনের।

আরাকান আর্মির বিবৃতিতে বলেছে, এক মাস তুমুল লড়াইয়ের পর বৃহস্পতিবার রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর থানদের নাগপালি সৈকতের অদূরে নেভি সিল ট্রেনিং সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়া ওই ঘাঁটির নাম সেন্ট্রাল নেভাল ডাইভিং অ্যান্ড স্যালভেজ ডিপো (সিএনডিএসডি)। আরাকান আর্মির হামলার মুখে জান্তা বাহিনী নৌঘাঁটির আশপাশ ঘিরে ১ হাজার ২০০ জনের বেশি সেনা মোতায়েন করেছিল। পাশাপাশি প্রশিক্ষণরত নৌসেনারাও লড়াইয়ে অংশ নেন। যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকেও আরাকান আর্মির যোদ্ধাদের অবস্থানে হামলা চালানো হয়। এতকিছুর পরও জান্তা বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বলে আরাকান আর্মির বিবৃতিতে দাবি করা হয়েছে।

মিয়ানমার নিয়ে কাজ করেন এমন রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, এ সামরিক পরাজয়ের পর মিয়ানমারের জান্তা সরকার আরো জমিন হারাল। এর ফলে দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আরাকান আর্মির শক্তি আরো বৃদ্ধি পাবে। এ সমুদ্র নৌঘাঁটি ব্যবহার করে দেশটির বিদ্রোহীরা বঙ্গোপসাগরের মিয়ানমার এলাকায় এখন আরো শক্তি বৃদ্ধি করার সুযোগ পারে।

বহির্শিক্তির কাছ থেকে অস্ত্র-সস্ত্র পেতে তাদের আরো সুবিধা হবে। এটি মিয়ানমারের জান্তা সরকারের পরাজয় আরো ত্বরান্বিত করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close