শাবিপ্রবি প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

‘সাস্টসিসি স্কিল ট্রেনিংয়ের’ মাধ্যমে বন্যার্তদের সহায়তা

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘সাস্টসিসি স্কিল ট্রেনিং’ প্রোগ্রাম। প্রোগ্রামটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’। এতে অংশগ্রহণকারীদের কোর্স ফি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। বলা হয়, গত ২ ও ৩ সেপ্টেম্বর অনলাইন প্ল্যাটফর্ম জুমে স্কিল প্রোগ্রামটির আয়োজন করে সাস্ট ক্যারিয়ার ক্লাব। এতে ৮০ টাকা কোর্স ফি দিয়ে ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সংগঠন সূত্রে জানা যায়, প্রোগ্রামটির উদ্দেশ্য ছিল বন্যাকবলিত মানুষের সহায়তা ও অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি। প্রোগ্রামটিতে প্রশিক্ষক ছিলেন হিসেবে ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডেপুটি ম্যানেজার মাহমুদুল্লাহ রকি। দুই দিনব্যাপী ছয় ঘণ্টার ওই অনলাইন কোর্সটিতে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ৪ সেপ্টেম্বর সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়া সংগৃহীত অর্থ ৫ সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়াতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে ব্যয় করা হয়।

উল্লেখ, সাস্ট ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় স্কিল ট্রেনিংয়ের আয়োজন করে সংগঠনটি। যার উদ্বৃত্ত অর্থ বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close