প্রতিদিনের সংবাদ ডেস্ক
পল্লীচিকিৎসকসহ সড়কে নিহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, দিনাজপুরের বিরামপুর এবং কুড়িগ্রাম সদরে সড়ক দুর্ঘটনায় পল্লীচিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : জেলার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় বিকল পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়েছেন। নিহত ট্রাক চালক সজিব মিয়া (২৫) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে ও আহত হেলপার শাহাদত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর) : জেলার বিরামপুরে গ্যাসসিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভ্যানযাত্রী গণেশ (৩৫) নামে একজন নিহত ও ভ্যান চালকসহ ৩ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে এবং পেশায় একজন বাস ড্রাইভার। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদরে ট্রাকচাপায় আবদুল মতিন (৪৮) নামে এক পল্লীচিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সদরের বেলগাছা ইউনিয়নের হেনাইজেরতলে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ টি এম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবদুল মতিন সদরের খানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) শিফাতুল মাজদার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
"