নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ের সামনে আনসারদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের সময় মারধরে আহত শাহিন হাওলাদার (৪৫) নামে একজন ঢামেক হাসপাতালে মারা গেছেন। নিহত শাহিন হাওলাদার কবি নজরুল কলেজের এইচএসসি শিক্ষার্থী হাসান আহমেদ বিশালের বাবা।
গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
আনসারদের মারধরে মারা যাওয়া শাহিনের ছেলে হাসান আহমেদ বিশাল। তিনি রাজধানীর কবি নজরুল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন তিনি। পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে যান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি (হাসান) সচিবালয়ের সামনে আছেন জেনে তাকে নিতে তার বাবা সেখানে আসেন। এ সময় তার বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ (গতকাল) তিনি মারা গেলেন।’
শাহিনের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। বাবার নাম আবদুস সোবাহান হাওলাদার। তিনি রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
"