নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর, ২০২৪
আজ থেকে সব হাসপাতালে মিলবে পূর্ণাঙ্গ সেবা
আজ বুধবার থেকে দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবা স্বাভাবিক সূচিতে চলবে। গতকাল মঙ্গলবার সকালে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আবদুল আহাদ। এর আগে গতকাল থেকেই সীমিত পরিসরে আউটডোরে চিকিৎসাসেবা শুরু হয়েছে। ডা. আবদুল আহাদ বলেন, আমাদের দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দোষীদের গ্রেপ্তার করেছে। তাই চিকিৎসকদের কর্মসূচি স্থাগিত করা হয়েছে। বুধবার (আজ) থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এর আগে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা দেওয়া হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন