নিজস্ব প্রতিবেদক

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক আজ

প্রশাসনে ফিরছে আমলাদের জনবল কাঠামোর পদবিন্যাস সংক্রান্ত চিরায়ত পিরামিড কাঠামো। বিগত ১৫ বছরে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে তছনছ করে ফেলা হয়েছিল। উপরের পদে জনবল বেশি, নিচের দিকে কম। ফলে উচ্চপদে বসেও ইনসিটু হয়ে কাজ করতে হত সিনিয়র কর্মকর্তাদের। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো জ্যেষ্ঠ আমলাদের। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হত। বিগত ৪৫ বছর আগের জনবল কাঠামোতেই চলছে বর্তমান জনপ্রশাসন। লোক প্রশাসনের এসব সমস্যায় করণীয় ঠিক করতে সচিব সভা আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে সভা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সভায় সভাপতিত্ব করবেন। আজ বুধবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সব সচিবদের সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা ও করণীয়। এছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। গত ১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নাজিমুল হায়দার স্বাক্ষরিত চিঠি সব মন্ত্রণালয়ের সচিরদের পাঠানো হয়। সভায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close