নিজস্ব প্রতিবেদক
প্রিন্সেস ডায়ানা ছিলেন মানবতার সেবক
- এম এ জলিল
যুক্তরাজ্যের রাজা চার্লসের সহধর্মিণী প্রিন্সেস ডায়ানার ২৭তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম আর্কেডের হলরুমে এ সভা হয। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি এম এ জলিল। তিনি বলেছেন ব্রিটিশ রাজবধূ ডায়না ছিলেন মানবতার সাধিকা। গরিব-দুঃখীকে তিনি সমান চোখে দেখতেন। মানুষের প্রতি তার ভেদজ্ঞান ছিল না। তার জীবন-কর্ম থেকে আমাদের অনকেকিছু শিখতে হবে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মানুষদের।
এম এ জলিল বলেন, বিশ্বের সেরা গণতান্ত্রিক আইনের শাসন এবং মানুষের অধিকার দেওয়া দেশ ব্রিটেন। সেই ব্রিটেনের রাজ পরিবারের সদস্য ছিলেন প্রিন্সেস ডায়ানা। তিনি বিশ্বের অনাথ, অসহায়, এতিম শিশু ও কুষ্ঠ রোগীর সেবা করে গেছেন। যুদ্ধের পর কুয়েতে মাইন অপসারণে সহযোগিতা করেছিলেন প্রিন্সেস ডায়ানা। তার মানবিক গুণগুলোর কারণেই আমরা তাকে স্মরণ করি এবং তার আদর্শে উজ্জীবিত হই। তার বড় হৃদয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বাংলাদেশের অসহায় গরিব শিশুদের সেবায় নিয়োজিত হই। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজের মাতৃভূমিকে গড়তে তুলি। ডায়ানা যেভাবে মানুষের সেবা করেছে আমরাও সেই একইভাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে মানবতাবাদী মানবিক করতে শিক্ষা দেই। প্রিন্সেস ডায়ানা প্রেম ও গভীর ভালোবাসার চোখে মানুষকে দেখতেন। গরিব-দুঃখীর পাশে দাঁড়াতেন। মানবসেবায় তিনি ধর্ম-বর্ণ-লিঙ্গ ভেদ করতেন না। মানুষকে মানুষ হিসেবেই মর্যাদা দিতেন। তার জীবন, কর্ম ও নেতৃত্বগুণ থেকে আমাদের অনেক কিছু আছে। সভায় আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব আলম দুলাল, ব্যবসায়ী তালেবুল ইসলাম, রাজনীতিবিদ মো. হায়দার আলী, মো. রইচ উদ্দিন, বরিশাল সমিতির মুকিম হক, জাতীয় গণতান্ত্রিক লীগের ফাতেমা খাতুন, সমীর রঞ্জন দাস ও কামাল হোসেন।
"