নিজস্ব প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বে গণতান্ত্রিক সব দেশের ঐক্য চাই : ড. নিমচন্দ্র ভৌমিক

বাংলাদেশের অকৃতিম বন্ধু এবং গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রের সাবেক সিনেট কেনেডি পরিবারের সদস্য অ্যাডওয়ার্ড টেট কেনেডির ১৫তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভা করেছে। গত শনিবার রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে এ স্মরণ সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

আলোচনায় অংশ নেন, সিদ্দিকুর রহমান, ইসমাইল হোসেন সরকার, হুমায়ুন কবির, আ স ম মোস্তফা কামাল, নকিব হক, প্রগতিশীল নারী নেত্রী কবি এলিজা রহমান, মো. মোস্তফা মিয়া, মোহাম্মদ আলী, সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেনসহ অন্য নেতা কর্মীরা। অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন, চীনে গণতন্ত্র নেই। সেই মানুষের মতপ্রকাশ ধর্ম পালনের স্বাধীনতা। গণতন্ত্র ও মানবিাধিকার বিরোধী চীনকে মোকাবিলা করার জন্য বিশ্বে গণতান্ত্রিক ও মানবদাবাদী দেশগুলোর ঐক্য দরকার। সিনেটর এডওয়াড টেট কেনেডি মনবতাবাদী গণতান্ত্রিক বিশ্বে স্বপ্ন লালন করতেন। তিনি আমাদের মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন। ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশর জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সে সময় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর ছিলেন। আমরা চাই মানবতাবাদী ও গণতান্ত্রিক বিশ্বে ঐক্য। চাই বিশ্বে কর্তৃত্ববাদ নিপাত যাক। বিশ্ব রাজনীতিতে স্বৈরতন্ত্রের পতন হোক। সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলুক। অন্যদিকে দেশের যুব শক্তিকে দরকারি ঋণ ও শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গলে তোলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close