নিজস্ব প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা

সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ, চট্টগ্রাম ও চাঁদপুরে আরো মামলা

গণ-আন্দোলনের জেরে পদত্যাগ ও দেশত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এরই মধ্যে হত্যা মামলাসহ শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ মামলাটি হয়েছে গত শুক্রবার মুন্সীগঞ্জে। একইদিন মুন্সীগঞ্জ, চট্টগ্রাম ও চাঁদপুরে সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় ১৩ আগস্ট রাজধানীতে। আর শততম মামলাটি করা হয়েছে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাংবাদিকদেরও আসামি করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গণহত্যার অভিযোগে আটটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে। আর ৯৪টি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায়। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০১টি হত্যা মামলা করার তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্ন থানায় করা হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি, ১৫ আগস্ট তিনটি, ১৬ আগস্ট দুটি, ১৭ আগস্ট তিনটি, ১৮ আগস্ট আটটি, ১৯ আগস্ট চারটি, ২০ আগস্ট ১০টি, ২১ আগস্ট ১০টি, ২২ আগস্ট ১০টি, ২৩ আগস্ট ১৪টি, ২৫ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ছাড়াও ১০টি, ২৬ আগস্ট একটি, ২৭ আগস্ট চারটি, ২৮ আগস্ট চারটি ও গত বৃহস্পতিবার ২৯ আগস্ট ছয়টি মামলা করা হয়েছে।

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা : মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬ শতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সদর থানায় মামলাটি করেন নিহতের নানী শেফালী বেগম। মামলায় ৩১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়। মামলার অন্যতম আসামিরা হলেন- মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ-৩ আসনের আরেক সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

চট্টগ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৩১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সদ্য অপসারিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ ৩১৯ জনের নামে হত্যা মামলা হয়েছে। গত বুধবার নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দোকান কর্মচারী মো. ফারুকের বাবা মো. দুলাল। মামলায় উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন- নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারি, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুম, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দোকান কর্মচারী ফারুকের বাবা বাদী হয়ে হত্যা মামলাটির করেন।

চাঁদপুরে ডা. দীপু মনি ও মায়া চৌধুরীসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা : চাঁদপুরে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপুসহ ৬০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ৩৫০ জন এবং অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। গত বুধবার বিকেলে মামলাটি করেন চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর পাটওয়ারী বাড়ির মৃত আবদুল জলিল পাটওয়ারীর ছেলে মোক্তার আহমেদ পাটওয়ারী। গত বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনির মদদে এজাহারনামীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এতে অনেক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, পুলিশসহ সাধারণ লোকজনও আহত হন। এর আগে দীপু মনি ও তাঁর বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরো দুটি মামলা হয় চাঁদপুর সদর মডেল থানায়। চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, এ ৩ মামলায় এখন পর্যন্ত শুধু দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিরা পলাতক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close