প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ আগস্ট, ২০২৪

আমিরাতে দণ্ডিত সেই ৫৭ বাংলাদেশির তালিকা নেই দূতাবাসে

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে সাজা পান ৫৭ বাংলাদেশি। বিক্ষোভকারীদের দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আটকের পর গত ২২ জুলাই তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। তবে এখন পর্যন্ত এই সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশির তালিকা পায়নি দূতাবাস। এদিকে সাজাপ্রাপ্ত এ প্রবাসীদের সাজা মওকুফের চেষ্টা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

গতকাল সোমবার দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানান, সাজাপ্রাপ্ত এ প্রবাসীদের বিষয়টি সরাসরি আবুধাবি বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। তবে এখন পর্যন্ত তাদের হাতে কোনো তালিকা আসেনি।

আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। তাদের আটকের পর রায় হয়েছে। পরবর্তীতে এই রায়ের রিভিউ করার সুযোগ আছে কি না এটি আইনজীবীর মাধ্যমে খতিয়ে দেখতে হবে। যদিও সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশির অফিশিয়াল তালিকা এখনো পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ দূতাবাসের পক্ষে এই বিষয়ে মিসরীয় একজন উকিল কাজ করছেন। তবে দেশটিতে থাকা কোনো উকিল যদি স্বেচ্ছায় বিনাপারিশ্রমিককে এই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন তাকেও দূতাবাস স্বাগত জানাবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, ছাত্র-জনতার পক্ষে যারা আমিরাতে মিছিলে অংশ নিয়েছেন তারা অত্যন্ত সাধারণ প্রবাসী। না বুঝেই তারা এই কাজটি করেছেন। তাদের ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। এরই মধ্যে ইউএই বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশটিতে আটক প্রবাসীদের একটি তালিকা করার চেষ্টা করছেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close