নিজস্ব প্রতিবেদক
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগা শেখ মুহাম্মদ শহীদুল্লাহ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার মৃত্যু হয়। মৃত্যুকালে শহীদুল্লাহর বয়স হয়েছিল ৯৩ বছর। জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ শুক্রবার ফেসবুক পোস্টে শেখ শহীদুল্লাহর মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
আনু মুহাম্মদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘১৯৯৮ সালে জাতীয় কমিটি প্রতিষ্ঠার পর থেকে তিনি অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গ্যাস রপ্তানি ও গ্যাস নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর মার্কিন এক জালিয়াত কোম্পানির কাছে ইজারা দেওয়া ঠেকানো, টাটার বিভিন্ন ক্ষতিকর প্রকল্প ও ফুলবাড়ী রপ্তানিমুখী উন্মুক্ত খনিবিরোধী আন্দোলন, সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্পবিরোধী আন্দোলন।
‘এ ছাড়া তিনি মানুষের মুক্তির জন্য আজীবন বহুভাবে সক্রিয় ছিলেন। তার জীবনে এটাই ছিল মুখ্য বিষয়। বাংলাদেশের ইতিহাসে শহীদুল্লাহ ভাইকে সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।’
শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ১৯৩১ খুলনার দৌলতপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে দৌলতপুর মুহসীন উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
তিনি ১৯৪৮ সালে ব্রজলাল একাডেমি (বিএল কলেজ) থেকে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পূর্বপাকিস্তান বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১৯তম স্থান অধিকার করেন। পরে একই প্রতিষ্ঠান থেকে বিএসসি পাস কোর্সে উত্তীর্ণ হন। তারপর আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন।
১৯৫৪ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৭৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন শহীদুল্লাহ। শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের বামপন্থি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রকৌশল প্রতিষ্ঠান শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
"