প্রতিদিনের সংবাদ ডেস্ক
যেভাবে তিনি ১০০ শিশুর বাবা!
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও বলেছেন, তিনি ১০০ ‘বায়োলজিক্যাল শিশুর পিতা’। তিনি বিস্ময় প্রকাশ করে জানিয়েছে এমন কারো ক্ষেত্রে কীভাবে এটা সম্ভব, যে কিনা এখনো বিয়েই করেনি, বরাবর নারী সঙ্গিনী ছাড়াই থেকেছেন। জি ২৪ ঘণ্টা ডিজিটাল নিউজ ব্যুরো থেকে এ তথ্য জানা গেছে।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও সম্প্রতি বলেছেন, তিনি ১০০ বায়োলজিক্যাল বাচ্চার পিতা! তিনি জানিয়েছেন, আমাকে সদ্য জানানো হলো যে, আমি ১০০ সন্তানের বায়োলজিক্যাল বাবা! আমি তো হতবাক! এমন কারো ক্ষেত্রে কীভাবে এটা সম্ভব, যে কিনা এখনো বিয়েই করেনি আর বরাবর সিঙ্গেল থাকতে চেয়েছে? তবে এ প্রসঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্যও করেছেন। তিনি বলেছেন, এবার তিনি তার ডিএনএ ওপেন-সোর্স করে দেবেন, যাতে তার বায়োলজিক্যাল সন্তানরা পরস্পরের খোঁজ পায়!
কিন্তু কীভাবে বিষয়টি শুরু হলো? পাভেল দুরভ জানিয়েছেন সেই কাহিনিও। তিনি জানান, বছর ১৫ আগে এক বন্ধু তার কাছে খুব অদ্ভুত এক প্রস্তাব নিয়ে এসেছিলেন। বন্ধুটি পাভেলকে জানান, ফার্টিলিটি-সমস্যার কারণে তিনি ও তার স্ত্রী সন্তান নিতে পারছেন না। তবে পাভেল যদি তাদের স্পার্ম ধার দেন তবে তারা শিশু নিতে পারবেন! পাভেল নাকি কথাটা সেদিন হেসেই উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেন, তার বন্ধু বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস।
পাভেল বন্ধুর অনুরোধে রাজি হন এবং ক্লিনিকে যান। সেখানে তার নতুন অভিজ্ঞতা। তিনি এই জগতের বাইরের মানুষ। ফলে অনেক কিছুই তিনি জানলেন, জেনে আশ্চর্য হলেন। ক্লিনিকের অধিকর্তা পাভেলকে সেদিন জানান, হাই-কোয়ালিটি বীজ-দাতা পাওয়া খুবই কঠিন ব্যাপার! আর তখনই তার মাথায় নিয়মিত স্পার্ম ডোনেট (বীজ-দাতা) করার ভাবনাটা আসে। আর এভাবে তিনি ১২টি দেশ মিলিয়ে-মিশিয়ে ১০০-এরও বেশি দম্পতিকে স্পার্ম দিয়ে সাহায্য করেন! আর এভাবেই তিনি
১০০-এরও বেশি সন্তানের বায়োলজিক্যাল (জৈব রাসায়নিক) বাবা! আর বিষয়টি নিয়ে তিনি এখানেই থেমে যেতে চান না। এ নিয়ে আগামী দিনে আরো বড় করে ভাবনা চিন্তার অবকাশ তৈরি করতে চান তিনি।
"