নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৯ জুলাই, ২০২৪

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘর থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে নবীনগর পৌর এলাকার বিজয় পাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫) ও তাদের সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।

স্থানীয়রা জানায়, সোহাগ মিয়া নবীনগর বাজারের কাপড় ব্যবসায়ী। নিউমার্কেটের রঙ্গমেলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী। ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিজয়পাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী উজ্জ্বল ও মনির জানান, সোহাগের শাশুড়ি পাশের একটি বাড়িতে থাকেন। তিনি গতকাল রবিবার সকাল ৯টায় তাদের বাড়িতে এসে দেখেন, দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খোলা হলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে আমরা দৌঁড়ে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি চারটি ঝুলন্ত লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয়রা তেমন কিছু জানাতে পারেনি। তবে তারা ধারণা করছেন, তিনি ঋণগ্রস্ত থাকতে পারেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে- একটি হত্যা নাকি আত্মহত্যা। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, নিহত সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে উঠলেও আজ রবিবার (গতকাল) না উঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ দেখতে পান। এরমধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ টিনের চালের কাঠে ঝুলছিল। স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close