প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ জুলাই, ২০২৪

সড়কে দুই জেলায় নিহত ৬, আহত ১২

শাজাহানপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : জেলার শাজাহানপুরের বনানীতে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন। গত সোমবার রাত ৩টা ৪০ মিনিটে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা উপজেলার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টা ৪০ মিনিটে ঢাকা থেকে নওগাঁগামী ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্র্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী নিহত হন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হতাহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছিলিমপুর মেডিকেল ফাঁডির ইনচার্জ ইন্সপেক্টর মিল্লাদুন্নবী বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের বিভিন্ন বিভাগে ভর্তি করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘনটায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ওই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে লক্ষ্মীগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের উদ্দেশ্য আসার সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্য থেকে ঘটনাস্থলেই চালক ও এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে চরশিহারি গ্রামের আবদুল কদ্দুস তালুকদারের ছেলে ইজিবাইক চালক তসলিম মিয়া (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (২০)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close