নিজস্ব প্রতিবেদক
হালকা বৃষ্টি হতে পারে
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার ফলে অস্বস্তি থাকতে পারে। মৌসুমি বায়ু দেশে মোটামুটি সক্রিয় আছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে তা। এই অবস্থায় দেশে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই আভাস আবহাওয়া অফিসের। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়। আবহাওয়ায় এক ধরনের স্বস্তি ছিল। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চ ৫০ মি.মি. বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় খুলনা, বরিশাল ও রংপুরে। অন্যান্য জায়গা হালকা বৃষ্টিপাত হয়। রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তা অব্যাহত থাকতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
"