নিজস্ব প্রতিবেদক
মনোনয়ন জমা পররাষ্ট্রমন্ত্রীর : নির্বাচন চায় দেশবাসী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি। তফসিল ঘোষণার পর থেকে দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দেশবাসী নির্বাচন চায়। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের আমার শিক্ষা দেব।
মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে এ কে আবদুল মোমেন বলেন, তফসিল ঘোষণার পর মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার বইছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের মূলনীতি হলো- ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’।
তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। এ দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনো দিন চোরাই পথে সরকারে আসেনি। এবারও আমরা প্রমাণ করব বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। যারা এই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত তাদের আমরা শিক্ষা দেব। অবশ্যই আমরা নির্বাচনে জয় লাভ করব।
দেশবাসী নির্বাচন চায়, সেটি প্রমাণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সে দিনের অপেক্ষায় আছি যে দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব এবং যেসব অর্জন আমরা এখনো করতে পারিনি সেগুলো অবশ্যই অর্জন করব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে দ্বিতীয় দিনে। গতকাল রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি ও রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়েছে।
"