প্রতিদিনের সংবাদ ডেস্ক
প্রথম কলাম
ফিটকিরির উপকারী ব্যবহার জেনে নিন
অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণসম্পন্ন ফিটকিরি পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করি আমরা। পানিতে ফিটকিরি ফেলে দিলে অনেক ক্ষতিকর জীবাণু দূর হয়। তবে আরো বেশকিছু কাজে উপকারী ফিটকিরি কাজে লাগাতে পারেন।
জেনে নিন কোন কোন কাজে এটি ব্যবহার করা যায়- ১. ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধ খাবারেও ছড়িয়ে পড়ে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি বাটিতে ফিটকিরি গুঁড়া করে রেখে দিতে পারেন। ২. ফিটকিরি ঘামের দুর্গন্ধ দূর করে। ফিটকিরির গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে বাহুমূলের অংশ ধুয়ে নিন। ঘামের দুর্গন্ধ কমে যাবে।
৩. রান্নাঘর ঝকঝকে করতেও ফিটকিরি ব্যবহার করতে পারেন। গরম পানিতে ফিটকিরির বড় একটি টুকরো মিশিয়ে নিন। এ পানি দিয়ে পরিষ্কার করুন রান্নাঘর। ঝকঝকে ও জীবাণুমুক্ত থাকবে রান্নাঘর। ৪. ব্রণ দূর করতে ফিটকিরির সাহায্য নিতে পারেন। এক চা-চামচ মুলতানি মাটির সঙ্গে দুই চা-চামচ ডিমের সাদা অংশ ও এক চা-চামচ ফিটকিরির গুঁড়া মেশান। প্যাকটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে দূর হবে ব্রণ। গোলাপজলে ফিটকিরি মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের দাগ দূর হবে।
৫. দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। ফিটকিরি এ ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এক গ্লাস পানি ফুটান। এক চিমটি লবণ ও ফিটকিরির গুঁড়া মিশিয়ে নিন ফুটন্ত পানিতে। মিশ্রণটি ঠাণ্ডা হলে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে। ৮. ত্বকের বলিরেখা দূর করে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি পানিতে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
"