উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৩
আরসাপ্রধান আতাউল্লাহর সহযোগী নোমান গ্রেপ্তার

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। সোমবার (২ অক্টোবর) ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া জিরো লাইন এলাকার সাব্বির আহমেদের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে জানানো হয়, ২০২২ সালের ১৪ নভেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারসংলগ্ন কোনারপাড়া গ্রামে মিয়ানমারের আরসা ও আল ইয়াকিন গ্রুপের বিচ্ছিন্নতাবাদী এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় গোয়েন্দা সংস্থা ও র্যাব।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন