নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর, ২০২৩
দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা

ঢাকার মিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন কিশোরগঞ্জ সদরের পাঠানকান্দি গ্রামের বাসিন্দা মো. বাদল মিয়া। দুর্ঘটনায় তার দুটি পা অকেজো হয়ে গেছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
বাদল মিয়ার ছোট ভাই টপটেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ হোসেন জানান, গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মিরপুর-১০ এলাকায় ‘মিরপুর লিংক’ কোম্পানির একটি বাসের (নম্বর ঢাকা মেট্রো ব-১১-৩২৪৮) ধাক্কায় তার বড় ভাই গুরুতর আহত হন। বেপরোয়া বাসটির ধাক্কায় তার দুটি পা অকেজো হয়ে গেছে। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।
তিনি আরো জানান, তার ভাইকে পঙ্গু করে দেওয়া বাসটির ড্রাইভার ছিলেন জমির উদ্দিন মণ্ডল। তিনি নাটোরের বাঘাটিপাড়ার কলাবাড়িয়া এলাকার বাসিন্দা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন